পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়নটি একটি ঐতিহ্য বাহি ইউনিয়ন। ১২ টি গ্রাম নিয়ে আদাবাড়িয়া ইউনিয়টি গঠিত। এখানে বির্টিশ পিরডে মানুষের পানির চাহিদা মিটাবার জন্য পড় পড় ৫টি দিঘী খনন করেন । এখনও দিঘী গুলো নির্দশন দেখার জন্য বিভিন্ত এলাক থেকে আশে। এ ইউনিয়নের সব চেতে বড় আদাবাড়িয়া মৌজা। এই মৌজার নাম অনুযাই আদাবাড়িয়া ইউনিয়নের নাম করন হয়। প্রায় ৭০ বছর পূর্বে বগা ইউনিয়ন থেকে বিভক্ত হয়ে আদাবাড়িয়া ইউনিয়ন সৃষ্টি হয়। এই ইউনিয়নের আয়তন ২৫.১৯ বর্গ কিলোমিটার ,পশ্চিমে ভুরিয়া নদী, উত্তরে বগা ইউনিয়ন, পূর্বে নওমালা ইউনিয়ন,দক্ষিনে কমলাপুর ইউনিয়ন। ইউনিয়টি কৃষি প্রধান ইউনিয় তবে বর্তমানে মৎষ্য খামার ও মৎষ্য হ্যাচারী দক্ষিন অঞ্চলের জন্য বিখাত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস