ধান নদী খাল এই তিনে বরিশাল । বরিশাল বিভাগের বৃহত্তম পটুয়াখালী জেলার ঐতিহ্য বাহি শিক্ষিতি ও নন্দিত বাউফল উপজেলার পশ্চিম দক্ষিন পাশে পটুয়াখালী জেলা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দুরে এই ইউনিয়টি অবস্থিত । আদাবাড়িয়া মৌজাটি এককালীন বৃহত্তর বগা ইউনিয় নসাথে সংযুক্ত ছিল। স্থানীয় জনগনের অর্থনৈতিক, শিক্ষা ,যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থার উন্নায়নের জন্য প্রায় ৭০ বছর পূর্বে তৎকালীন সময় এলাকার জনগনের চাহিদার পরিপেক্ষিতে বৃটিশ আমলে সাবেক বাকেরগঞ্জ জেলা প্রশাসক অত্র ইউনিয়টি প্রতিষ্ঠা করেন। বড় মৌজা আদাবাড়িয়া হওয়ায় এই ইউনিয়নের নাম করন করা হয় আদাবাড়িয়া ইউনিয়ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS